27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে তরুন প্রজন্মের ফটোগ্রাফারদের উদ্যোগে ড্রিম প্রজেক্ট-২ সম্পন্ন হল

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বরিশালের তরুণ প্রজন্মের ফটোগ্রাফারদের উদ্যোগে আজ ০৪ জুন, সোমবার দ্বিতীয় বারের মতো এবারো সফলভাবে ড্রিম প্রজেক্ট-২ সম্পন্ন হল।

এবার ড্রিম প্রজেক্ট-২ এর আওতায় কলসগ্রাম আবু আইয়াশ (রাঃ) নুরানি হাফিজি কাওমি মাদরাসা এতিমখানা, পূর্ব দপদপিয়া এছহাকিয়া কারীমিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা,ডেফুলিয়া,রুইয়া পোল সংলগ্ন আল-ইখওয়ান এতিমখানায় মোটমাট ৮২ জন, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে পাঞ্জাবী ও টুপি বিতরণ করা হয়েছে।

গত ৩০ এপ্রিল ও ১,২ মে ২০১৯ তিনদিন ( ছবি তুলব আমরা ইদে নতুন পোশাক পাবে সুবিধাবঞ্চিতরা ড্রিম প্রজেক্ট-২)
এই ইভেন্টে ফটোশুট থেকে পাওয়া এবং নিজেস্ব কিছু লোকজনের থেকে আসা অর্থ দিয়ে পাঞ্জাবী এবং টুপি ক্র‍য় করা হয়েছে।

এব্যাপারে তরুন ফটোগ্রাফার আশিক আফসান নুরের কাছে জানতে চাইলে তিনি বলেন,যারা আমাদের বিভিন্ন ভাবে হেল্প করছেন তাদের অনের অনেক ধন্যবাদ এবং ড্রিম প্রোজেক্ট -৩ এ আমাদের সাথে থাকবেন এই আশা করি।

তিনি আরো বলেন,আপনারা যারা আসতে পারেননি কিন্তু ড্রিম প্রজেক্ট-২ সফল করতে টাকা পাঠিয়েছেন তাদের সকলকেও ধন্যবাদ ।

আর যারা এবারে আমাদের সাথে থাকতে পারেনি আশাকরি পরবর্তীতে সাথে থাকবেন।


ড্রিম প্রজেক্ট-২ এ চিত্রকার হিসাবে ছিলেন আসিক আফসান নুর ,সাফিউল ইসলাম রাজু,শুভ এফ-টি , আল মামুন, এ এস এম বিজয় ,বাহালুল হোসেন সৈকত,এলিন তানভীর ,শাওন হাওলাদার , এ এস এম বিজয় , আহম্মেদ সাদ, মিদুল ,আকাস বারান সেন ,রায়হান রহমান ,আরিয়ান জোহান এবং আরো অনেকে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official