Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহন

বরিশাল বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার দায়িত্ব গ্রহন করেছেন। আজ মঙ্গলবার (০৯ জুন) দুপুর ১টার দিকে নগরীর বিভাগীয় কমিশনারের বাসভবনের অফিস কক্ষে বিদায় বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

এর আগে গত চার জুন বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে বরিশাল বিভাগীয় কমিশনার পদে নিযুক্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানাগেছে, গত ৪ জুন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে পদোন্নদি দিয়ে বদলি করা হয়।

একই দিন অপর এক আদেশে অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে বরিশাল বিভাগীয় কমিশনার পদে নিযুক্ত করা হয়। এর পাঁচ দিনের মাথায় মঙ্গলবার দায়িত্ব বুঝে নেন তিনি।

এসময় বিদায়ী বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং বরণ করে নেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আদুর রাজ্জাক, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official