বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে বিথী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (২০ জুন) সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বিথী ওই গ্রামের ইমাম শাহ এর কন্যা।
স্বজনরা জানান, পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খুজাখুজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন বিথীকে মৃত ঘোষনা করেন।