Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুটক্তি এপিপি’র মামলা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের নাসির হাওলাদারের ছেলে নাসিম আহমেদ কাওসার নামে এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেইসবুক )এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারকদের নিয়ে অশালীন মন্তব্য’র অভিযোগ উঠেছে।নাসিম আহমেদ কাওসার অত্র এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় নাসিমের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

গত রবিবার (২১ জুন) বরিশাল জজকোর্ট এর এপিপি ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ নেতা অ্যাডভোকেট ইশতিয়াক কবির রকি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি মডেল থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, নাসিম তার ব্যক্তিগত ফেসবুক আইডি হতে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করে আসছে। পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর কাদেরসহ তাঁর এই কুরুচিপূর্ণ অপকর্ম হতে বাদ যায়নি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হতে শুরু করে সরকারের সাবেক ও বর্তমান নীতি-নির্ধারকেরা। এমনকি স্বচ্ছ রাজনীতির ব্র্যান্ডিং করা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক ও সর্বজনপ্রিয় সৈয়দ আশারাফ সম্পর্কেও কটাক্ষ করেছেন বলে জানায় বরিশালের আওয়ামী নেতাকর্মীরা।

মামলার বাদী এপিপি অ্যাডভোকেট ইশতিয়াক কবির রকি জানান, নাসিম নামের ছেলেটি মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে কটুক্তি করে আসছে। যা আইনের পরিপন্থী।  গত ১৭  জুন ২০২০ তারিখ ‘বাংলাদেশ ছাত্রলীগ, বরিশাল বিভাগ’ নামের গ্রুপে এই বিষয়ে পোস্ট দেওয়া হলে তা আমার চোখে পড়ে। তার এহেন উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তাকে আইনের আওতাভুক্ত করতে মামলা দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের জন্য তার শাস্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিশ্চিত করা হবে বলে জানায় এই আইনজীবি।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official