বরিশাল নগরী থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের শহরের মড়কখোলা পুল এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন- ঝালকাঠি শেখেরহাট গ্রামের জালাল হাওলাদারের ছেলে রুমন হাওলাদার (২৬) এবং বরিশাল শহরের পশ্চিম কাউনিয়া হওলাদার লেনের লুৎফর রহমান হাওলাদারের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে- গ্রেপ্তাররা দুইজনে ফেন্সিডিলগুলো বিক্রির অপেক্ষায় ছিলেন। ওই সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। তখন তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পরে তারা স্বীকার করেছে ফেন্সিডিলের মালিক ঝালকাঠি জেলার আবুল হোসেনের ছেলে এজাজ হোসেনের।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, এজাজেরর কাছ থেকে ফেন্সিডিল এনে শফিক ও রুমান বরিশালে বিক্রি করতেন।
এই ঘটনায় তাদের তিনজনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট কাউনিয়া থানায় একটি মামলা করা হয়েছে।’