স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
গতকাল ০৩ জুন সোমবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের হ্যালিপ্যাডে অনুস্ঠিত হল বরিশাল বিডি ক্লিনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী।

অসহায় দরিদ্র ৫জন রিকশাচালককে পাঞ্জাবী প্রদানসহ তাদের নিয়ে ইফতার এর মাধ্যমে পালিত হল এই প্রতিস্ঠা বার্ষিকী।
অনুস্ঠানের শুরুতে বিভাগীয় সমন্বয়ক মোঃ মাসুদুর রহমান পূর্বের স্মৃতিচারণ করেন।
উক্ত অনুস্ঠানে বক্তব্য রাখেন সাবেক বিভাগীয় প্রধান মোঃ ইব্রাহিম মাসুম, মোঃ রিপন মাষ্টার, মোঃ লোকমান হোসেন, মোঃ সাইফুল ইসলাম। দোয়া অনুস্ঠান পরিচালনা করেন মোঃ শামিম।

অনুস্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহিদ খান, মোঃ শাহাজাদা হীরা, মোঃ তানবির, মোঃ জায়েদ ইরফান, মোঃ শাহরিয়ার মাহফুজ শ্রাবণ, মোঃ মনিরুল ইসলাম সহ বিডি ক্লিনের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, মোঃ ফরিদ উদ্দিনের হাত ধরে ২০১৬ সালের ০৩ জুন মাত্র ২৪ জন সদস্য নিয়ে বিডি ক্লিনের যাত্রা শুরু হিয়েছিল।
যার মূল লক্ষ্য ছিল পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা। সময়ের পরিবর্তনে আজ বিডি ক্লিনের সদস্য সংখ্যা প্রায় ২৫০০।