বরিশালে বেড়েছে নারী নির্যাতন ও মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ। বরিশাল জেলা আইন শৃঙ্খলা সভার তথ্য মতে, বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় গত এপ্রিল মাসে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ ১৬২টি সংগঠিত হলেও মে মাসে তা সংগঠিত হয় ১৭৩টি।
এই এক মাসের ব্যবধানে ১১টি অপরাধ বেশি সংগঠিত হয়েছে। অন্যদিকে বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় গত এপ্রিল মাসে নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ ৩৯টি সংগঠিত হলেও মে মাসে তা সংগঠিত হয় ৫২টি। এই এক মাসের ব্যবধানে ১৩টি অপরাধ বেশি সংগঠিত হয়।
এছাড়াও বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় এপ্রিল মাসে দস্যুতা ৩টি,খুন ৪টি,সিঁধেল চুরি ৬টি,চুরি ৯টি,নারী নির্যাতন ৩৯টি,অস্ত্র ১টি,মাদক দ্রব্য ১৬২টি,দ্রুত বিচার ১টি,অন্যান্য ১৩৪টিসহ সর্বমোট ৩৪৯ টি অপরাধ সংগঠিত হয়েছে। এদিকে মে মাসে দস্যুতা ২টি,খুন ১টি,সিঁধেল চুরি ৭টি,চুরি ৯টি,নারী নির্যাতন ৫২টি,অস্ত্র ১টি,মাদক দ্রব্য ১৭৩টি,শিশু নির্যাতন ১টি,অন্যান্য ১২৫টিসহ সর্বমোট ৩৭১টি অপরাধ সংগঠিত হয়েছে। জরিপে দেখা যায় বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় এপ্রিল মাসের চেয়ে মে মাসে সবোর্মোট ২২ টি অপরাধ বেশী সংগঠিত হয়েছে।