16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে যুবলীগ নেতার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে এসিড মারার হুমকি

দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে এডিসে ঝলসে দেয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিবাহিত বখাটে যুবকের অব্যাহত হুমকির মুখে গত চার মাস ধরে ওই ছাত্রী স্কুলে ও প্রাইভেট বন্ধ করে দিয়েছে। মেয়ের ভবিষ্যত নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রীর পরিবার। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বৈরকাঠি গ্রামের।

সোমবার সকালে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা স্থানীয় সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে একই গ্রামের সুজন মোল্লা। সুজন মোল্লা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বৈরকাঠি গ্রামের আব্দুল হক মোল্লার পুত্র। স্থানীয় পঞ্চগ্রাম বাজারে তার (সুজন) সজনী কসমেটিকস ষ্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সূত্রমতে, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির ওই ছাত্রীকে বিবাহিত বখাটে যুবক সুজন মোল্লা প্রথমে প্রেম ও পরবর্তীতে বিয়ের প্রস্তাব দিয়ে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানিয়েও কোনো সুফল না পেয়ে গত চার মাস ধরে সে (ছাত্রী) স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। বিষয়টি ছাত্রীর বাবা ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাদের কাছে জানিয়েও কোন সুফল পায়নি। বরং এতে ক্ষিপ্ত হয়ে বখাটে সুজন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে।

ছাত্রীটির বাবা আনোয়ার বেপারী অভিযোগ করেন, তার মেয়েকে অন্যত্র পাঠিয়ে দিলে কিংবা অন্যত্র বিয়ে ঠিক করলে বখাটে সুজন মোল্লা তাকে (ছাত্রীকে) এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখে বখাটের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official