16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে রাতের আধারে সড়কে ফেলে যুবককে কোপালো অস্ত্রধারীরা

বরিশাল নগরীতে সড়কে ফেলে এক যুবককে ফিল্মি স্টাইলে এলোপাতাড়ি কুপিয়েছে অস্ত্রধারীরা। কোপানোর একপর্যায়ে যুবকের দুই হাতের রগ কেটে দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তারুফ চন্দ্র গুহ (৩০) নামের ওই যুবককে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় পথচারীরা।

নৃশংস এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সরকারি মহিলা কলেজের পেছনে ফকিরবাড়ি রোড এলাকায়। খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে গেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

হামলার শিকার যুবক বরিশাল শহরের রাখাল বাবু সড়কের মৃত কৃষ্ণ চন্দ্র গুহের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- অন্তত ১০ থেকে ১২ জন অস্ত্রধারী তারুফকে চারদিক থেকে ঘিরে ধরে প্রথমে একদফা পিটুনি দেয়। মারধরের এক পর্যায়ে তাকে সড়কে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এতে যুবক সড়কে লুটিয়ে পড়লে তার দুই হাতের রগ কেটে দেওয়া হয়।

কিছুক্ষণ পরে একটি প্রাইভেটকার আসলে তারুফকে সড়কের ওপর ফেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। তখন আরিফ নামে এক পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শেবাচিমে নিয়ে যান।

সেই সাথে খবর পেয়ে সেখানে ছুটে যান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোয়াজ্জেম হোসেন ভুইঁয়া।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, যুবককে কে বা কারা কুপিয়েছে সেই বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

তবে পুরো বিষয়টি তার কাছ থেকে জানতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। সেই সাথে হামলাকারীদের ধরতে থানা পুলিশেল একাধিক টিম মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।’

পাশাপাশি এই ঘটনায় থানায় একটি মামলারও প্রস্তুতি চলছে বলে জানান ওসি।’

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official