স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:
বরিশালে সুশমিতা সরকার (১৮) নামে সদ্যবিবাহিত এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (০৮ জুন) রাতে বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ির মোড় এলাকায় স্বামীর বাড়িতে সুশমিতা সরকার (১৮) নামে সদ্যবিবাহিত এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্রী সুশমিতা সরকার (১৮) নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা স্বপন সরকারের মেয়ে এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্রী। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ শেবাচিমের মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় তার স্বামী মাইনুল ইসলাম শান্তকে শেবাচিম হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সে নগরীর ধোপাবাড়ির মোড় এলাকার বাসিন্দা আলতাফ হোসেন এর ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হক জানান, মুসলমান ছেলে মাইনুল ইসলাম শান্ত’র সাথে খ্রিষ্টান ধর্মালম্বী ও কলেজ ছাত্রী সুশমিতা সরকারের প্রেমের সম্পর্ক ছিলো। গত পাঁচ মাস পূর্বে পরিবারের অমতে তারা বিয়ে করে। এসআই সাইদুল হক বলেন, রোববার রাতে শান্ত গলায় ফাঁস দিয়ে মৃত্যু হওয়া স্ত্রী সুশমিতাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে পৌছে সেখান থেকে শান্তকে আটক করি। শান্তর বক্তব্য অনুযায়ী সুশমিতা পারিবারিক কলোহের জের ধরে আত্মহত্যা করেছে। আর এসময় তিনি ঘরে ছিলেন না। বাসায় ফিরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর পেছনে অন্য কোন রহস্য নেই বলে দাবী তার। তবে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তাই কলেজ ছাত্রীর মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি অপমৃত্যু মামলা ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।