দেশের কোন জেলায় কতজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন তার হিসাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সোমবার (১৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২ লাখ ৩৪ হাজার ৮২৪ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। বৈধ মুক্তিযোদ্ধাদের অনুকূলে স্থায়ী অর্থাৎ ডিজিটাল সনদ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। অচিরেই দেশব্যাপী একদিনে একযোগে ডিজিটাল সনদ দেয়া হবে।
এর মধ্যে বরিশালে ৫ হাজার ৮৯২, ভোলায় ২ হাজার ১৫৩, ঝালকাঠিতে ১ হাজার ৫৪১, পিরোজপুরে ২ হাজার ৭৩৫, পটুয়াখালীতে ১ হাজার ৫৯, বরগুনায় ১ হাজার ৯২২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন বলেও তিনি জানান।