বরিশাল কেন্দ্রীয় কারাগারে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে শতাধিক কয়েদী ও হাজতী মহিলা- পুরুষ বন্দিদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
আজ রোববার (২ই জুন) বিকাল চারটায় বরিশাল সমাজ সেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির পক্ষথেকে ঈদবস্ত্রগুলো তাদের হাতে তুলে দেয়া হয়।
কয়েদী ও হাজতীদের হাতে ঈদবস্ত্র তুলে দেন অপরাধ সংশোধনী পুনর্বাসন সমিতির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক ও জেলা প্রশাসকস্থ প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সদস্য এ্যাড.এস.এম. ইকবাল, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল কবীর,বরিশাল মহানগর সমাজসেবা অফিসার শ্যামল সেন গুপ্ত।
ঈদবস্ত্র বিতরনকালে কারাগারের পক্ষথেকে এসময় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার মোঃ ইউনুস জামান,ডিপুটি জেলার মোঃ ইব্রাহিম,কারাগার হাসপাতাল চিকিৎসক মোঃ শামীম রেজা প্রমুখ।