স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল নগরীর প্রধান রাস্তা গুলোয় মাসে নিয়মিত ২ বার সবুজের মশাল যেন বয়ে যায়। দুপাশের মানুষ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে লাল সবুজ সোসাইটির সবুজ টি-শার্ট পড়া একদল খুদে সাইকেলিস্টদের দিকে।
যারা বরিশালকে পরিনত করতে চায় সাইকেলের নগরে। বলছিলাম লাল সবুজ সোসাইটির সবুজ টি-শার্ট পড়া একদল খুদে সাইকেলিস্টদের কথা।
এই প্রজেক্ট এর অংশ নেয় প্রায় ৩০ জন ছেলে-মেয়ে। যারা নগরীর পরিবেশ বাঁচাতে ইঞ্জিনের কালো ধোঁয়া সংবলিত গাড়িকে না বলে পরিবেশবান্ধব সাইকেলকে নিত্যদিনের বাহন হিসেবে গ্রহণ করেছে।
শরীরের জন্য উপকারী এই বাহনের প্রচারণা বাড়াতে শহরের বিভিন্ন স্থানে মাসে ২ বার করে সাইকেল রাইডের আয়োজন করা হয়।
বিভিন্ন কারণে মেয়েদের সাইকেল চালানোয় পিছিয়ে পড়া মেনে না নিয়ে লাল সবুজ সোসাইটি মেয়েদের সাইকেল চালানো শিখানোর প্রশিক্ষণ Cycling for girls’ নামক প্রজেক্টের আওতায় এরইমধ্যে প্রায় ৫০ জন মেয়েকে সাইকেল চালানোয় পারদর্শী করে তুলেছে।
এসকল সাইকেল রাইডার দের পক্ষ থেকে বিশ্ব সাইকেল দিবসে সকলের প্রতি রইল শুভেচ্ছা