বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক এএসআই ঢাকায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তবে মারা যাওয়া এএসআই হাবিবুর রহমান করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাননি। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে আক্রান্ত ছিলেন কিনা।
তবে হাবিবুর রহমানের আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়বেটিক ছিলো, সাথে হার্টে রিং ও পড়ানো ছিলো। নানান ধরণের রোগে আক্রান্ত শারীরীক অসুস্থতার কারনে সে ঢাকার পুলিশ হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।
বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ১৬ জুন অসুস্থ হয়ে পড়লে হাবিবুর রহমানকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন।
- এএসআই হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে।তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদেন