বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সহস্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বরিশাল শহরের নথুল্লাবাদস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।
এসময় নির্বাচন অফিসের বাহিরে নেতা-কর্মীরা ‘নৌকা, নৌকা’ বলে শ্লোগান দিতে থাকেন।
মনোনয়নপত্র জমাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন এবং আ’লীগ নেতা মাহবুব উদ্দিন (বীর বিক্রম)।’