আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি পদ্মা সেতু বানিয়েছেন, বাংলাদেশকে আণবিক শক্তির দেশ হিসেবে পরিচিত করিয়েছেন। তার সুযোগ্য নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এ উন্নয়নের ধারা থেকে কেউ বাদ যাবে না। গতকাল বৃহস্পতিবার ভোলার চরফ্যাসনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ব্রজগোপাল টাউন হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে জ্যাকব বলেন, চরফ্যাসনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম চালু হওয়ায় এখানকার দরিদ্র মানুষের বছরে অতিরিক্ত ২৪ কোটি টাকার খরচ সাশ্রয় হয়েছে। কমেছে দুর্ভোগ।
সিনিয়র জেলা ও দায়রা জজ ফেরদাউস আহমেদের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুজাম্মেল হক বক্তব্য দেন।