মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

বাংলাদেশ ভয়ংকর একটা দল : ইমরান তাহির

বিশ্বকাপের ৪র্থ ম্যাচে আজ বিকেলে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে টাইগারদের। কিন্তু ইতোপূর্বে ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে সাউথ আফ্রিকার বিশ্বকাপ মিশন। সুতরাং বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া থাকবে ডু প্লেসিরা।

আজ সংবাদ সম্মেলনে সাউথ আফ্রিকার স্পিনার ইমরান তাহির বলেছেন বাংলাদেশ একটি বিপজ্জনক দল।

তাহির জানান, সবাই জানে বাংলাদেশ স্পিনিং কন্ডিশনে ভালো খেলে। ওভালে তেমন উইকেট হলে বাংলাদেশের জন্য সহজই হবে। এটাও জানা কথা নিজেদের দিনে তারা কতটা বিপজ্জনক হতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেছেন তাহির। জেপি দুমিনি আর এইডেন মারক্রামকে দিয়ে ঠেকার কাজ চালানো গেছে। তবে দলে আছেন আরও একজন বিশেষজ্ঞ স্পিনার-তাবরাইজ শামসি। তাকে দিয়েও প্রোটিয়ারা চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বলে জানালেন তাহির, আমি এবং শামসি দুজনই তৈরি আছি যে কোন চ্যালেঞ্জ নিতে। আশা করি স্পিন নির্ভর উইকেট হলেও আমরা এই চ্যালেঞ্জ উতরে যেতে পারবো।

আজ টাইগারদের বিপক্ষে শততম ওয়ানডে খেলতে নামবেন তাহির। এই ম্যাচের আগে পুরনো দিনে ফিরে গেলেন প্রোটিয়া এই স্পিনার, ২০১১ সাল থেকে বিশ্বকাপের মাঠে আমার স্বপ্নের ভ্রমণ শুরু। সবসময় স্বপ্ন দেখতাম দক্ষিণ আফ্রিকার হয়ে ১০০ তম ম্যাচ খেলবো। তবে, সত্যি কথা বলতে ভাবতে পারিনি এই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার দেশ যে সুযোগটা আমাকে করে দিয়েছে, সেজন্য আমি চির কৃতজ্ঞ। এতোটুকু বলতে পারি, দেশের হয়ে খেলার জন্য আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি, ভবিষ্যতে যতদিন খেলবো এটাই করবো।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official