26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

বাঙ্গি বেচে বোনের জন্য নতুন জামা কিনবে শিশু আসিফ

ছিপছিপে হালকা ও শ্যামলা-ফর্সা বর্ণের শিশু আসিফ। পরনে গেঞ্জি ও লুঙ্গি, পায়ে ছেঁড়া স্যান্ডেল। সকাল থেকে দুপুর পর্যন্ত জৈষ্ঠ্যের অসহনীয় রোদে বাঙ্গি বেচার অপেক্ষায় সে। তার ইচ্ছে, বাঙ্গি বেচে নিজের জন্য নয়, সহোদর বোনের নতুন জামা কিনবে।

শুক্রবার (৩১ মে) দুপুরে দরিদ্র কৃষকের সন্তান আসিফের দেখা মিলে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ওভারব্রিজ মোড়ে।

এসময় বাঙ্গি বিক্রির কারণ জানতে চাইলে ছোট্ট আসিফ জানায়, ঈদে সবার বোন নতুন জামা পরে বের হয়। তার বোনের নতুন জামা নেই। তাই ছোট বোন ইতির জন্য নতুন জামা কেনার আশায় এক প্রতিবেশীর কাছ থেকে বাঙ্গি নিয়ে বিক্রি করতে এসেছে।

আসিফ জানায়, সে ঈশ্বরদীর মাজদিয়া মাদ্রাসাপাড়া গ্রামের কৃষক কুদ্দুস আলীর ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। তারা দুই বোন, এক ভাই। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন ইতি নতুন জামার জন্য বায়না ধরেছে। তাই তার বায়না মিটাতে সকালে মাদ্রাসা ছুটি পর বাঙ্গি বিক্রি করতে এসেছে।

প্রতিটি বাঙ্গি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করছে। তার মতো আর কয়েকজন শিশু বাঙ্গি বিক্রি করছে বলেও জানায় আসিফ। এসময় আসিফের পাশে আরও কয়েকজন শিশুকে দেখা যায়।

কিন্তু বাঙ্গি বেচে বোন ও নিজের জন্য জামা কিনতে পারবে তো আসিফ? আর যদি না পারে তাহলে কি আসিফ ও তার বোন ঈদের আনন্দ করতে পারবে?

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official