মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

প্রতিবেদক
banglarmukh official
জুন ২৮, ২০২২ ৬:৩৮ পূর্বাহ্ণ

ঢাকাসহ বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। শুধুমাত্র গত ১ সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন। এর মধ্যে আবার একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১১৪ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৫ জন।

এছাড়া ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ১২৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরপর তিন মাসে সারাদেশে ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল মাত্র ৬৩ জন। তবে গত মাসে সারাদেশে ১৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। চলতি মাস জুনের ১ তারিখ থেকে সোমবার (২৭ জুন) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১৭ জন।

সরকার সংশ্লিষ্টরা জানান, এসময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ঢাকার দুই সিটি করপোরশনে এখন ডেঙ্গুর কীটনাশক মজুত রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার জানান, রাজধানীর যে জায়গাগুলোতে এডিস মশার ঘনত্ব ২০-এর ওপরে, সেই জায়গাগুলোতে প্রতিরোধ ব্যবস্থা নিয়ে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণ করা উচিৎ।

সর্বশেষ - বরিশাল