বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এতদিন বিএনপি বগুড়াবাসীর ভোট নিয়ে কোন উন্নয়ন করেনি।
একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ভোটে জিতে শপথ না নিয়ে বগুড়াবাসীর সাথে প্রতারণা করেছে।
তিনি বলেন, বগুড়া সদর আসন গুরুত্বপূর্ণ। দেশ এখন উন্নয়নের মহাসড়কে চলছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নে যুক্ত হতে বগুড়াবাসী নৌকা মার্কায় টি জামান নিকেতাকে ভোটের মাধ্যমে জয়ী করতে হবে।
শনিবার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতার পক্ষে নির্বাচনী কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জেলায় বিএনপির কোন নেতা নেই বলে বহিরাগতদের দিয়ে নির্বাচন করেছে। জয়ী হলেও বগুড়াবাসীর কোন জয় হয়নি। উন্নয়ন হয়নি। বিএনপি শুধু ভোট নিয়েছেন। কাজের কাজ করেনি। এবার বগুড়া সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী পরীক্ষিত সৈনিক টি জামান নিকেতাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বগুড়ার উন্নয়ন হবেই হবে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোল্লা মো: আবু কাওছার। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুুর রহমান মিলন, আওয়ামী লীগ নেতা রাগেবুল আহসান রিপু, আবু সুফিয়ান সফিক, সুলতান মাহমুদ খান রনি প্রমুখ।