ক্রিকেট খেলাধুলাবিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান by banglarmukh officialJune 18, 2019092 Share0 ২০১৯ বিশ্বকাপে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাকিব আল হাসান। বিশ্বের এই সেরা অলরাউন্ডার পেছনে ফেলেছেন অ্যারন ফিঞ্চকে। অস্ট্রেলিয়ান ওপেনার ৫ ম্যাচে করেছেন ৩৪৩ রান। সাকিব ৪ ম্যাচে করেছেন ৩৪৭* রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানে ব্যাট করছেন সাকিব।