অনলাইন ডেস্ক: রাজধানীর বিজয় সরণি সড়কে সকাল থেকেই ছিল আতঙ্ক। সড়কের পাশে একটি ভবন ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা।
রোববার সকাল সাড়ে ১০ টায় তারা দেখতে পান একটি হালকা সবুজ রংয়ের ব্রিফকেস। এরপ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে পুরো সড়কটি কর্ডন করে ফেলে।
অবশেষে বিশেষায়িত বোমা ডিস্পোজাল ইউনিটকে ডাকে পুলিশ। ব্রিফকেসটি অনেক্ষণ পরীক্ষা-নীরিক্ষা শেষে দুপুর ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে এটিকে খোলা হয়। ব্রিফকেস খুলে প্রথমেই পাওয়া যায় তিনটি লিপস্টিক। পাওয়া যায় মেয়েদের ব্যবহারের কসমেটিকস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এটি একটি সাধারণ ব্রিফকেস ছিল। ভেতর থেকে কসমেটিকস পাওয়া গেছে।