ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ম্যান ইন ব্লুদের। ম্যানচেস্টারে এমন গুরুত্ববহুল এক ম্যাচে ভারতকে বড় সংগ্রহ গড়তে দিল না টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকা ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনির জোড়া হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে মোটে ২৬৮ রানের পুঁজি দাঁড় করাতে পেরেছে ভারত।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় ২৯ রানের মাথায় কেমার রোচের বলে সাজঘরে ফেরত যান ওপেনার রোহিত শর্মা (১৮)। ৬৪ বলে ৪৮ রান করে ফেরত যান আরেক ওপেনার লোকেশ রাহুলও।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। ৮ চারে ৮২ বলে ৭২ রান করে তিনি ফেরত গেলে ক্ষীণ হয়ে যায় ভারতের বড় সংগ্রহের আশা। কিন্তু কোহলির আউটের পর হাল ধরেন অভিজ্ঞ এমএস ধোনি। তাকে যোগ্য সঙ্গ দেন হার্ড হিটার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়াও।
৫ চারে ৩৮ বলে ৪৬ রান করে পান্ডিয়া ফেরত গেলেও উইকেটের আরেক প্রান্তে অপরাজিত থাকেন ধোনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকা ধোনির ৬১ বলে ৫৬ রানের উপর ভর করে ২৬৮ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। অর্থাৎ ২৬৯ রানের লক্ষ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০ ওভার বল করে মাত্র ৩৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন কেমার রোচ। ১০ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট পান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ১০ ওভার বল করে ৫০ রান দিয়ে ২ উইকেট পান আরেক পেসার শেলডন কটরেল।