পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (আনারস) রিয়াজ উদ্দিন আহমেদের সমথর্কদের হামলায় লাবলু তালুকদার নামে এক যুবলীগ নেতা মারাত্মক আহত হয়েছে। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতলে প্রেরণ করা হয়েছে। পুলিশ এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ১১ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে।
আজ বুধবার বিকেল ৩ টার দিকে মঠবাড়িয়ার তুষখালী লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় লাবলু তার স্ত্রীকে নিয়ে লঞ্চযোগে ঢাকা যাচ্ছিল। আহত লাবলু তালুকদার উপজেলার মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ নিবাচনে আওয়ামী লীগ মানোনীত প্রার্থী হোমাঈন মোশারেফ সাকু’র সমর্থক।
পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক লাবলু তালুকদার বুধবার তার স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়ার জন্য তুষখালী লঞ্চঘাট থেকে ঢাকাগামী লঞ্চে ওঠে। একই লঞ্চে নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা ওঠে ঢাকা যাওয়ার জন্য। এ সময় তারা লাবলুকে মারধর করে। এতে লাবলুর মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ১১ জনকে গ্রেফতার করেছে।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ মো. আবদুল্লাহ জানান, তুষখালী লঞ্চঘাটে এক যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদেরকে নিয়ে পুলিশ এখনও থানায় পৌঁছেনি।