রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২১ জুন (শুক্রবার) সকাল ৬টা থেকে শনিবার (২২ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটকের সময় তাদের হেফাজত থেকে ১১০২ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ২৮৮ গ্রাম হেরোইন ও ৩৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে বলেও জানান তিনি।