জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে একটি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ হকি ফেডারেশন।
শনিবার সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামের সভাকক্ষে বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
প্রায় চার ঘণ্টাব্যাপী সভায় ফেডারেশনের ভবিষ্যত কর্ম পরিকল্পনাসহ, জাতীয় দল ও ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। ইব্রাহিম সাবের, মোহাম্মদ মহসীনসহ প্রয়াত সাবেক খেলোয়াড় ও কর্মকর্তাদের স্মরণে সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় আগস্টের শেষ সপ্তাহে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ইনডোর এশিয়া কাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে ফেডারেশনের সদস্য জামিল আবদুল নাসেরকে। অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-
আম্পায়ার্স কোর্সের ফলাফল অনুমোদন। যেখানে একজন নারী আম্পায়ারও আছেন। জুলাইয়ের শেষ সপ্তাহে ইনডোর কোচেস কোর্স আয়োজন, কমিশনের ভিত্তিতে সাবকমিটি গঠন, বিকেএসপির ওপর নির্ভরশীল না থেকে বিভিন্ন জেলায় প্রতিভা অন্বেষণ ও অ্যাস্ট্রো টার্ফ স্থাপন এবং স্কুল হকি টুর্ণামেন্ট দ্রুত আয়োজন।