নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের কৃর্তি সন্তান মনিরুজ্জান তালুকদার (খোকন) মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে পদোন্মতি পেয়েছেন।
১১ জুন ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৫.১৬-২৪৮ নং স্বারকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী মনিরুজ্জামান তালুকদার (খোকন) ছাত্র জীবন ও তার পূর্বের কর্মস্থলেও সফল ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে এসেছেন।
তিনি ২১ তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে প্রথমে মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগাযোগ করেন।পরর্বতীতে চরফ্যশনের এসিল্যান্ড, মুলাদীর ইউএনও, বরিশাল সিটি কর্পোরেশন এর সচিব, কুমিল্লার এডিসি, দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব হয়ে এবার জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ।
প্রশাসন ক্যাডারে চাকরির পূর্বেও তিনি ২০ তম বিসিএসএ সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন এবং এর আগে পুবালি ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার ছিলেন।