28 C
Dhaka
জুলাই ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

রিফাত হত্যাঃ বরিশাল জুড়ে বাড়ানো হয়েছে নজরদারী, চলছে তল্লাশী

নিজস্ব প্রতিবেদক :: রগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে রিফাত শরীফ (২২) কে কুপিয়ে হত্যার ঘটনার পর থেকে বরিশালে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা জোরদার করেছে। বিশেষ করে পুলিশ গোটা বরিশাল জুড়ে গোয়েন্দা নজরদারী বাড়ানোর পাশাপাশি তল্লাশী অভিযান পরিচালনা করছে।

বৃহষ্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা।

তিনি বলেন, রিফাত শরীফকে হত্যার ঘটনায় জড়িত কোন আসামী যাতে পালাতে না পারে সেজন্যই পুলিশের এই তৎপরতা। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম জানান, বিভাগের মধ্যে বরিশালে একটি বৃহৎ নদী বন্দর ও দুটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড রয়েছে।  নদী ও সড়কপথ ব্যবহার করে যাতে কেউ পালাতে না পারে সেজন্য বরিশাল জুড়ে তল্লাশী কার্যক্রম চালানো হচ্ছে। এটি রিফাত শরীফ খুন হওয়ার পর থেকেই শুরু হয়েছে। যা আসামীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত চলমান থাকবে

এদিকে বৃহষ্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল নদী বন্দর এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তল্লাশী চালানোর সময় সন্দেহজনক ৪ যুবককে আটক করে। যাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বিভিন্ন বিষয়টি খতিয়ে দেখা হয়। পরে রিফাত হত্যার সাথে কোন যোগসাজেশ না থাকার বিষয়টি নিশ্চিত হলে পরিবারের জিম্মায় রাতেই ছেড়ে দেয়া হয়।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, আটক ৪ জনের মধ্যে ১ জনের বিষয়ে সন্দেহ জোরদার হওয়ায় বরগুনা জেলা পুলিশের সহায়তাও নেয়া হয়। তবে শেষ পর্যন্ত রিফাত হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কোন প্রমান পাওয়া যায়নি তাদের কাছ থেকে।

উল্লেখ্য বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিবরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফ (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করে সাবেক স্বামী নয়ন বন্ড ও তার সহযোগীরা। গুরুতর আহত রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে সেখানে বিকেল সোয়া ৪ টার দিকে অপারেশন থিয়েটারে অস্ত্রপচারের সময় রিফাতের মৃত্যু হয়। রিফাতের মৃত্যুর খবর ও কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নরেচরে বসে স্থানীয় প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে তাদের ধরতে অভিযানে নেমে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official