27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

রিফাত হত্যার বিচারের দাবীতে উত্তাল বরগুনা

বরগুনায় রিফাত হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বরগুনার সর্বস্তরের জনগন।শনিবার সকাল ১০ টায় বরগুনা পৌর সুপার মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।বরগুনা জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাড. নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, বেতাগী উপজেলার সড়িষামুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শিপন জোমাদ্দার, অ্যাড. সোনম দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাবু, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন ও নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ প্রমূখ।

এ সময় বক্তারা রিফাত হত্যারীদের ফাঁসীর দাবী জানান এবং অবিলম্বে এই হত্যাকারীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে বরগুনাকে অচল করে দেয়া হবে।

নিহত রিফাতের বাবা দুলাল শরীফ তার বক্তব্যে বলেন, আমার ছেলে হত্যার বিচারের দাবীতে বরগুনার সর্বস্তরের জনগন যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।আমার একমাত্র ছেলেকে যারা দিনের আলোয় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন এই খুনীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।খুনীদের গ্রেফতারের তৎপরতায় বরগুনার পুলিশ প্রসাশনের উপর তিনি সন্তোষ প্রকাশ করেন।

আমার ছেলে নৃশংসভাবে হত্যার ভিডিও আমি দেখিনি। আমার একমাত্র ছেলে আজ নেই, আমি কি নিয়ে বাঁচবো? এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মানববন্ধন শেষে রিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষুব্ধ ছাত্র ও সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official