অনলাইন ডেস্ক:
রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল পুলিশের রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন- গতকাল একটি নৃশংস হত্যার ঘটনা ঘটেছে বরগুনায়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আমরা চিহ্নিত করতে পেরেছি।
আমরা তাদের পেছনে লেগেছি, এদের গ্রেপ্তার করবো, আইনের আওতায় এনে ছাড়বো ইনশাল্লাহ। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে তিনি বরগুনা সরকারি কলেজের সামনে ওই ঘটনাস্থল পরিদর্শন করেন। বরগুনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। একটা নৃশংস ঘটনা ঘটলে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে, সেটা দেখাতে চাই আমরা।
উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের ফেরাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনো চেষ্টা করেনি।
গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুই মাস আগে রিফাত ও মিন্নির বিয়ে হয়।