ইংল্যান্ডে ঈদুল ফিতর উদযাপন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
বেলা ১২টায় সেন্ট্রাল লন্ডন মসজিদে ঈদের নামাজ পড়েন ক্রিকেটাররা।
জানা গেছে, ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় ক্রিকেটাররা কোনো টিম বাস ব্যবহার করেনি। তিনটা মাইক্রোবাসে আলাদা আলাদা করে হোটেল থেকে বের হয়েছেন। যাতে কেউ বুঝতে না পারে।
টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘আমাদের পক্ষে টিম বাসে করে ঈদের নামাজ পড়তে যাওয়া সম্ভব ছিল না। নিরাপত্তার স্বার্থে আইসিসি অন্য ব্যবস্থা করেছিল আমাদের জন্য।
এদিকে, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ইংল্যান্ডে থাকলেও; একাধিক ক্রিকেটারের পরিবারের সদস্যরা পৌঁছেছেন সেখানে। মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের পরিবারের সদস্যরা আছেন তাদের সঙ্গে।