26 C
Dhaka
মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

শৃঙ্খলা ফেরাতে অ্যাকশন শুরু

স্বপ্নের পদ্মা সেতুতে শৃঙ্খলা আনতে অ্যাকশন শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল দিনভর সেতুতে চালানো হয়েছে সেনাবাহিনী, পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সমন্বিত অভিযান। প্রতি ২০০ গজ দূরত্বে সেনাবাহিনীর একজন করে সদস্যকে টহল দিতে দেখা গেছে। সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলতে দেখলেই ধাওয়া দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাড়ি থামিয়ে টিকটক ভিডিও বানানোয় কয়েকজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কাউকে কাউকে সতর্ক করে ছেড়েও দেওয়া হয়েছে। পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অন্যদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকে সেতুর দুই প্রান্তেই মোটরসাইকেল প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ নিয়ে সকালে মাওয়া প্রান্তে মোটরসাইকেলচালকদের কেউ কেউ বিক্ষোভ প্রদর্শন করলেও তাদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। দুপুরে সেতু পার হওয়ার দাবিতে জাজিরা প্রান্তে মোটরসাইকেলচালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। ২০ মিনিটের বেশি সময় রাস্তা অবরোধ থাকায় সেতুর প্রবেশমুখে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়।
সেতুতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। গতকাল সেতুতে গিয়ে দেখা গেছে, যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের পরদিন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথম দিনই নাটবল্টু খুলে নেওয়া, মূত্র বিসর্জন, সেতুতে গাড়ি থামিয়ে টিকটক ভিডিও বানানোর মতো বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। কেউ কেউ সেতুতে শুয়ে-বসে, নাচানাচি করে ভিডিও বানিয়েছেন।

দিন শেষে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু ছিল আলোচনার শীর্ষে। এসব ঘটনার পর রবিবার রাতেই সেতুতে শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে নিষিদ্ধ করা হয় মোটরসাইকেল চলাচল। শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সহায়তা চেয়ে সেতু কর্তৃপক্ষ থেকে চিঠিও দেওয়া হয়।

সেতুমন্ত্রীর আহ্বান : পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ’ সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যেসব নির্দেশনা জারি করেছে, তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা : পদ্মা সেতুতে অবৈধভাবে প্রাইভেটকার পার্কিং ও গাড়ি থেকে নেমে ভিডিও বানানোর দায়ে চার জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে পদ্মার মাঝামাঝিতে কর্তৃপক্ষের নিয়ম ভাঙার দায়ে ফখরুল আলম নামে একজনকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, সেতুর সার্বিক নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে। এ সময় আরও পাঁচটি গাড়িকে সতর্ক করা হয়েছে।

সেতুতে যানবাহন না থামানোর আহ্বান সেনাবাহিনীর : পদ্মা সেতুতে যানবাহন থামানো ও যানবাহন থেকে নামা বন্ধের আহ্বান জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। গতকাল বিকালে সেতুর জাজিরা প্রান্তে টোলপ্লাজায় এক ব্রিফিংয়ে এমন আহ্বান জানান পদ্মা সেতু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ও সেফটি কমান্ডিং টিমের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সেফ কমান্ডিং টিমের সিও লেফটেন্যান্ট কর্নেল মো. ফাহিম মাহবুব। লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল আলম বলেন, ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেছেন। ২৬ জুন ভোর ৬টা থেকে সর্বসাধারণের জন্য যান চলাচলে সেতু উন্মুক্ত করা হয়। উদ্বোধনের পর থেকে নিরাপদে যান চলাচলের জন্য বাংলাদেশ ব্রিজ অথরিটি এবং বাংলাদেশ সেনাবাহিনী তথা পদ্মা সেতু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ও সেফটি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেতুর উপরিভাগে এবং মাওয়া-জাজিরা প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ মালামাল ও যন্ত্রপাতি রয়েছে জানিয়ে তিনি বলেন, জনগণ সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হেঁটে সেতুর ওপর ওঠার চেষ্টা করছে এবং সেতুর ওপর থেকে যানবাহনেও উঠছে। অনেকে যানবাহন থেকে নেমে সেতুর সৌন্দর্য অবলোকন ও ছবি-ভিডিও ধারণ করছে। এতে সেতুর ওপর তীব্র যানজটসহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। শুধু তা-ই নয়, সেতুর ওপর রক্ষিত গুরুত্বপূর্ণ মালামাল ও যন্ত্রপাতির ক্ষতি সাধিত হচ্ছে। এ অবস্থায় সেতু কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পদ্মা সেতুর ওপর মোবাইল টহল জোরদার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রবিউল বলেন, পদ্মা সেতুর উভয় প্রান্তের টোলপ্লাজায় মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সেতুর ওপর গাড়ি থামানো ও গাড়ি থেকে না নামার ব্যাপারে অবহিত করা হচ্ছে। এ ছাড়া ডিউটি পোস্টের মাধ্যমে সেতুর ওপর কেউ যেন হেঁটে উঠতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official