28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

সকলের ভালোবাসা নিয়ে পালিত হল বিবিডিসি ঈদ উৎসব-২০১৯

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বরিশাল নগরীর তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষকে ঈদের উপহার নতুন পোশাক এবং খাদ্য সামগ্রী বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।

গতকাল ৩ জুন, ২০১৯ নগরীর স্ব রোডে মোহনা কমিউনিটি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরন করা হয় ইদের উপহার সামগ্রী।

সাহায্যপ্রাপ্তদের মাঝে ছিলো শারীরিক প্রতিবন্ধী, প্রবীণ অসহায় নারী-পুরুষ, দরিদ্র থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশু যাদের খুজে আনা হয় বরিশালের প্রতিটি অঞ্চল থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিডিসির প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আওলাদ খান।

প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরিশালের জেলা প্রশাসক জনাব এস.এম. অজিয়র রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব ডাঃ মোহাম্মদ বাকির হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিবিডিসির উপদেষ্টা পরিষদের সদস্য জনাব দিপু হাফিজুর রহমান এবং জনাব বাহাউদ্দীন গোলাপ। সাথে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল হালিম, সমাজ সেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন সহ সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অজিয়র রহমান “থ্যালাসেমিয়া” এবং “BBDCian” নামক দুটি এন্ড্রয়েড মোবাইল এপ্লিকেশন উদ্ভোধন করেন। তিনি বলেন প্রযুক্তি ব্যবহার করে সমাজের সচেতনতা বৃদ্ধিতে এই এপ্লিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব আওলাদ খান থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সুবিধার জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করার ব্যাপারে কর্তৃপক্ষের নিকট সদয় আহ্বান জানান এবং সমাজের সকল শ্রেণীর মানুষদের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসতে বলেন।

প্রধান অতিথি জনাব এস.এম. অজিয়র রহমান এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন সমাজের প্রতিটি পর্যায় থেকে সবাই এভাবে এগিয়ে আসলেই আমরা মাথা তুলে দাড়াতে পারবো একটি উন্নত জাতি হিসেবে।

বিশেষ অতিথি জনাব ডাঃ মোঃ বাকির হোসেন তার বক্তব্যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং সম্ভব হলে বিবিডিসি কে হাসপাতালে একটি অফিস রুমের ব্যবস্থা করে দিয়ে সব সময় পাশের থাকার ইচ্ছা পোষণ করেন।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে শুরু হয়ে গত আট বছর ধরে সমাজের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “Share Blood Share Life” স্লোগানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official