চলতি বিশ্বকাপ যেন সাকিবময়! ব্যাটে বলে নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়। সাকিব আল হাসান এখন একটা নাম নয়, একটা ব্র্যান্ড। সাকিবের মতো ক্রিকেটার অর্থমূল্যে পাওয়া সম্ভব নয়। কোনো দল চাইলেই সাকিবের মতো এমন অলরাউন্ডার পাবে না বলে মনে করেন সাবেক ক্যারিবীয়ান পেসার ও টিটি ধারাভাষ্যকার ইয়ান বিশপ। সাকিব বন্দনা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটি দলই একজন সাকিব আল হাসান চায়। কিন্তু সাকিবের মতো অলরাউন্ডার গাছ থেকে পড়ে না।’
এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ৪৭৬ রান সংগ্রহ করেছেন সাকিব। আসরের সর্বাধিক রান সংগ্রাহকের তার প্রতিদ্বন্দ্বি অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (৫০০) ও অ্যারন ফিঞ্চ (৪৯৬)। বিশ্বকাপের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে ফিফটি ও ৫ উইকেট শিকার করার কৃতিত্ব দেখান সাকিব।
এবারের আসরে সেরা বোলিংও তার দখলে। এতো এতো কৃতিত্ব এই টাইগার অলরাউন্ডারের। বাংলাদেশ দলে সাকিবের যে অবদান সেটা অর্থমূলে কেনা সম্ভব নয় বলে মনে করেন বিশপ। তিনি বলেন, ‘সাকিবের মতো একজন অলরাউন্ডার টাকা দিয়ে কেনা যায় না। আপনি দোকানে গিয়ে একজন সাকিবকে কিনে আনতে পারবেন না। প্রতিটি দলেই বিশেষজ্ঞদের কেন্দ্র করে গড়ে ওঠে কিন্তু দলে অলরাউন্ডারদের জায়গা সব সময়ই অন্যরকম।’