স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
আশেপাশে থাকা অসহায় সুবিধাবঞ্চিত শিশু এবং দুস্ত মানুষগুলোর সাথে এই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে গত ০৪ জুন পটুয়াখালী লাউকাঠী আবাসনে VBD পটুয়াখালী জেলা টিমের ভলান্টিয়ারগন দুটি ইভেন্টের আয়োজন করে।
শিশুদের হাতে মেহেদী আকিঁয়ে, রাঙ্গা হাতে ঈদ উৎসব। এবং দুস্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী দুধ,চিনি,সেমাই বিতরন করে। সাম্যতার ঈদ নামে দুটি ইভেন্ট সফল ভাবে সম্পূর্ন করেছে।