পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনা করে সমাধীতে শ্রদ্ধাঞ্জলি দেন বরিশাল মহানগর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মুসলিম গোরস্থানে মরহুমার সমাধীতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার সুমন, সাধারন সম্পাদক রাশেদ খান, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গির হোসেন মনু, যুবলীগ নেতা সবুজ মৃধা, ছাএলীগ নেতা শাহারিয়ার হাসান হৃদয়, রাহাত, রুবেলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
