স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
বরিশাল নগরীর সব থেকে ব্যস্ততম নাগরিক হলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র হবার পর থেকে নগরীর উন্নয়ন করে যাচ্ছেন।
আর এই উন্নয়ন এর জন্য তাকে সব সময় কাজ করে যেতে হচ্ছে। শত ব্যস্ততার মাঝেও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সব কিছু মনে রাখেন।
তাই তিনি সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ), সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর), সরকারি শিশু পরিবার (বালক), সরকারি দৃষ্টি প্রতিবন্দী বিদ্যালয় এবং নারী ও কিশোরী হেফাজতকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রের ৩৯১ জন শিশু কিশোর-কিশোরী এবং দুস্থ নারীর সাথে দেখা করেন।
তাদের সাথে কথা বলনে এবং তাদের হাতে নতুন ঈদ বস্ত্র তুলে দেন তিনি। পরে নগরীর রূপাতলীতে শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের ১৮০ জন শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী হুমায়ন কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, এই সব শিশুদের কাছে আসতে পেরে তিনি অনেক আনন্দিত। এদের কাছে আসলে তার মন ভাল হয়ে যায়।