মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহর নাম ভাঙ্গিয়ে চাদা দাবি; কোতোয়ালি থানায় মামলা দায়ের

প্রতিবেদক
banglarmukh official
জুন ২৮, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মাঈনউদ্দিন আবদুল্লাহসহ তিনজনের নাম ব্যবহার করে ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করায় মাইনুল ইসলাম রুমান নামে একজনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। নগরীর সাগরদী দরগাহবাড়ী এলাকার বাসিন্দা, স্কুল শিক্ষক আলী হায়দার বাদী হয়ে গতকাল মঙ্গলবার এ মামলা দায়ের করেন। যার জিআর কেস নং ৫১২/২২ ধারা ৩৮৫/৩৮৬।একমাত্র আসামি রুমান নগরীর ২৪ নং ওয়ার্ডের সিএন্ডবি এলাকার বাসিন্দা। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাদীর মেয়ে জামাইয়ের সিএন্ডবি রোডের পূর্ব পাশে একটি ভবন নির্মান কাজ শুরু হলে আসামি রুমান কাজে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে বরিশাল সিটি করপোরেশনে অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে বিসিসি থেকে লোকজন গিয়ে কাজে কিছু ত্রুটি পেয়ে জরিমানা করেন। এরপর জরিমানার টাকা পরিশোধ করে বিসিসির মৌখিক নির্দেশে পুনরায় কাজ শুরু করা হয়। এরপর আসামি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। এর মধ্যে অভিযুক্ত রুমান বাদী অালী হায়দারকে গত ১৮ জুন রাত ১০ টা নাগাদ ফোন করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসতে বলে। বাদী সেখানে যেতে রাজি না হলে পরে তাকে বিবির পুকুর সংলগ্ন এলাকায় আসতে বলে। আলী হায়দার সেখানে আসলে রুমান তার কাছে ত্রিশ লাখ টাকা দাবি করে বলে ওই টাকা সেরনিয়াবাত মাঈনউদ্দিন আবদুল্লাহ, মোস্তফা জামান মিলন ও ইমরান শহীদ চপলকে দিলে ভবন নির্মাণ কাজ শুরু করা যাবে। বাদী টাকা দিতে অস্বীকার করলে তাকে প্রাননাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। পরবর্তীতে চাঁদা দাবির বিষয়টি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে অবগত করা হয়। মেয়র বিষয়টি যাচাই বাছাই করে জানতে পারে যাদের নাম ব্যবহার করে চাঁদা চাওয়া হয়েছে তাদের কেউই এ বিষয়ে কিছুই জানেনা।স্কুল শিক্ষক চাঁদা দাবির বিষয় টি নিশ্চিত হয়ে মামলা দায়ের করেন।

সর্বশেষ - জাতীয়