16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

হাই ভোল্টেজ ম্যাচে রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি

পাকিস্তানের বোলাররা খুবই প্রিয় ভারতীয় ওপেনার রোহিত শর্মার কাছে। পাকিস্তানের বোলারদের পেলে খুবই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন তিনি। এবারও তার ব্যাত্যয় ঘটলো না। বিশ্বকাপের মত হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে বসলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলকে নিয়ে ১৩৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন রোহিত শর্মা। ৭৮ বলে ৫৭ রান করে লোকেশ রাহুল আউট হয়ে গেলেও ঠিকই ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরিটি তুলে নেন ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক।

পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতে মাত্র ৮৫ বল খেলেন রোহিত শর্মা। ৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি। পাকিস্তানের কোনো বোলারকেই তোয়াক্কা করলেন না। মোহাম্মদ আমির শুরুর দিকে কিছুটা সমীহ আদায় করলেও শেষ পর্যন্ত আর পারেননি।

এর আগে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন রোহিত। গত বছর এশিয়া কাপেও প্রথম ম্যাচে ৫১ রানের পর দ্বিতীয় ম্যাচে রোহিত অপরাজিত ছিলেন ১১১ রানে।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official