Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

হাত উঁচু করে রাকিবের বাঁচার আকুতি দেখেও কেউ নামেনি বিষখালীতে

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদীতে নিখোঁজের তিনদিন পর কলেজছাত্র রাকিব হাওলাদারের লাশ উদ্ধার করেছে স্বজনরা।

শনিবার সকালে উপজেলার চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট সংলগ্ন দক্ষিণ পাশের বিষখালি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে ৩ জুন রাত সোয়া ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার লঞ্চঘাটের পল্টুন এলাকা থেকে বিষখালি নদীতে পড়ে নিখোঁজ হন রাকিব।

উপজেলার পুখরিজানা গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে রাকিব বরিশাল হাতেম আলী কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী মতিউর রহমান মতি জানান, ঘটনার সময় নদীতে নোঙর করা একটি বলগেটে উঠে গরমের কারণে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল তারা। এ সময় হঠাৎ প্রচণ্ড ঢেউ এসে বালু ভর্তি বলগেটটি তলিয়ে যাওয়ার উপক্রম দেখা দিলে অন্যরা উঠতে পারলেও রাকিব তাড়াহুড়ো করে বলগেট থেকে লাফিয়ে পল্টুনে উঠার চেষ্টা করে। এতে পল্টুনের সাথে আঘাত লেগে পানিতে তলিয়ে যান তিনি।

Rakib

এসময় হাত উচিয়ে বাঁচার আকুতি করলে স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে যাওয়ার আগেই ঢেউয়ের স্রোতে পানির নিচে তলিয়ে যায় রাকিব।পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা খুজেও ব্যর্থ হয়। কিন্তু শুরু থেকেই স্বজন, জেলে ও স্থানীয়রা নৌকা ও ট্রলারে করে খোঁজা শুরু করে।

লাশ উদ্ধারের পর তার শরীরে আঘাতের দাগ রয়েছে এবং শরীরের বিভিন্নস্থানে পচন ধরেছে বলে জানায় স্বজনরা।

রাজাপুর থানা পুলিশের ওসি জাহিদ হোসেন জানান, তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official