আফগানিস্তানের বোলাররা বেশ চাপেই রেখেছেন ভারতীয় ব্যাটসম্যানদের। হাত খুলে খেলতে পারছেন না তারা। হাফসেঞ্চুরির পর ফিরে গেছেন দলের সেরা তারকা, অধিনায়ক বিরাট কোহলি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। মহেন্দ্র সিং ধোনি আর কেদর যাদব দুজনই অপরাজিত আছেন সমান ২৩ রান নিয়ে।
টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলটি তেড়েফুরে শুরু করবে, এমনটাই ভেবেছিলেন সবাই। বাস্তবে সেটা হয়নি।
ইনিংসের পঞ্চম ওভারেই রোহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। মুজিব রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত বোল্ড হন ১ রানেই। ধীরে শুরু করা ভারতের বোর্ডে তখন মাত্র ৭ রান।
দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৫৭ রানের জুটি কোহলির। দেখেশুনে খেলতে থাকা রাহুলকে (৩০) সাজঘরের পথ দেখান মোহাম্মদ নবী। ৬৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে ভারত।
সেখান থেকে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা কোহলি আর বিজয় শঙ্করের, তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৮ রানের জুটি। ২৯ রান করা বিজয় শঙ্করকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন রহমত শাহ।
এরপর অল্প সময়ের মধ্যেই সবচেয়ে বড় ধাক্কাটি খায় ভারত। দলের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ৬৩ বলে ৫ বাউন্ডারিতে ৬৭ রান করে মোহাম্মদ নবীর শিকার হন। ১৩৫ রানে ৪ উইকেট হারায় ভারত।