বিশ্বকাপের সেমিফাইনালের উঠার লড়াইয়ে ব্যাট করতে নেমে ২০৩ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২০৪ রান। প্রোটিয়াদের পক্ষে তিনটি করে উইকেট নেন মরিস এবং পিটোরিয়াস।
এর আগে ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।
ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভার শেষে সবক’টি উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন কুশল পেরেরা এবং অভিষেক ফার্নান্দো।
ডোয়েন প্রেটোরিয়াস-ক্রিস মরিসে ও কাগিসো রাবাদার গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ থেকে ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকার জয়-পরাজয় নিয়ে খুব একটা চিন্তা নেই। কিন্তু এখনও সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকায়, এ ম্যাচে জয়টা বড্ড প্রয়োজন শ্রীলঙ্কার। সেজন্য তাদের সামনে করণীয় একটাই ২০৩ রানের কমে আটকে রাখতে হবে প্রোটিয়াদের। ৬ ম্যাচে লঙ্কানদের সংগ্রহ ৬ পয়েন্ট।