শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। বরিশাল বিড়ি শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রনব দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রতন মণ্ডল ও বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালীসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা প্রতি হাজার বিড়িতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১শ’ টাকা করার দাবি জানান। এছাড়া বিড়ির দাম ১৪ টাকা থেকে কমিয়ে ১০ টাকা নির্ধারণ, বিড়ির উপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল এবং বিড়িকে কুটির শিল্প ঘোষণাসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে একই দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর প্রেরণ করা হয়। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর ২৪.২০ ভাগ শুল্ক বৃদ্ধি করা হয়। এ কারণে আন্দোলনে নেমেছে বিড়ি শ্রমিকরা।