তানজিম হোসাইন রাকিবঃ বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষীকিতে রাজধানীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
সোমবার (৭ জুন) বিকেলে মরহুমের আত্মার শান্তি কামনা করে আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ এর সভাপতি আল নাহিয়ান খান জয়, ছাত্রলীগ নেত্রী সাবিকুন্নেহার তামান্না, তানিয়া আক্তার তাপসী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান বলেন, ‘বঙ্গবন্ধুর ভাগ্নে বউ সাহান আরা বেগম ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদ জননী। তার বড় ছেলে সুকান্ত আবদুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়। সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা বেগম। তিনি ওই রাতের প্রত্যক্ষদর্শী যেমন ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হন।’
তিনি আরো বলেন, ‘আহত হয়েও তিনি আজীবন লড়াই চালিয়ে গেছেন। আওয়ামী লীগের দুর্দিনে নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন। আপামর মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। আজ তার মৃত্যুর এক বছর পূর্ণ হলো। এদিনে আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’
উল্লেখ্য, সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।