শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচির আজ শেষ দিনে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
জোহর বাদ সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দোয়া মোনাজাতের আয়োজন করেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সাহান আরা বেগম পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মাতা। তিনি গত বছরের ৭ই জুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়।
















