Tuesday , 22 June 2021 | [bangla_date]
  1. 1
  2. 1w
  3. 1Win AZ Casino
  4. 1win casino spanish
  5. 1win fr
  6. 1WIN Official In Russia
  7. 1win Turkiye
  8. 1win uzbekistan
  9. 1winRussia
  10. 1xbet
  11. 1xbet arabic
  12. 1xbet casino BD
  13. 1xbet india
  14. 1xbet Korea
  15. 1xbet KR

বরিশাল সদর উপজেলার দুই ইউপিতে আ’লীগ একটিতে হাতপাখা ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রতিবেদক
banglarmukh official
June 22, 2021 3:40 pm

সদর উপজেলার চারটি ইউনিয়নে অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে।  সোমবার অনুষ্ঠিত ভোটে চার ইউপিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে চরবাড়িয়া ও কাশিপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয়ী হয়েছে। এছাড়া টুঙ্গী বাড়িয়া ইউপিতে স্বতন্ত্র ও জাগুয়া ইউপিতে চরমোনাই পীরের দলের প্রার্থী জয়ী হয়েছে।

জয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলো- চরবাড়িয়ায় মাহতাব হোসেন সুরুজ, জাগুয়ায় হাতপাখা প্রতীকের মো. হেদায়তুল্লাহ খান, কাশিপুরে লিটন মোল্লা ও টুঙ্গীবাড়িয়া ইউপিতে স্বতন্ত্র নাদির রহমান বিজয়ী হয়েছেন।

চরবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন মাহাতাব হোসেন সুরুজ। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহতাব হোসেন সুরুজ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন আনারস প্রতীকের মো. শহীদুল ইসলাম ওরফে ইটালী শহিদ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতায় থাকায় তাকে বহিস্কার করা হয়েছে। প্রথমবারের মতো চরবাড়িয়া ইউপিতে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহন করা হয়।

এতে নৌকা প্রতীকের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ পেয়েছেন ৪ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইটালী শহিদ পেয়েছেন ২ হাজার ৪৫২ ভোট।

ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইমাম আব্দুল করিম প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ১ হাজার ৪৩২ ভোট। ইউনিয়নের ৪৪ দশমিক ৪৮ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ইউপিতে মোট ভোটার ছিল ১৯ হাজার ৩৩৩ জন।জাগয়া ইউপিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হেদায়তুল্লাহ খান পেয়েছেন ২ হাজার ৩৯৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের দিদারুল আলম শাহীন পেয়েছেন ১ হাজার ৬৯৮ ভোট।

কাশিপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম লিটন মোল্লা পেয়েছেন ৩ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন স্বতন্ত্র নুরুল ইসলাম।

তিনি পেয়েছেন ৩ হাজার ৩১৪ ভোট। এছাড়া টুঙ্গীবাড়িয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নাদিরা রহমান বিজয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. বাহাউদ্দিনকে।

সর্বশেষ - আন্তর্জাতিক