30 C
Dhaka
মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

‘অঘটন’ শুনে অবাক মাশরাফীও

কী দাপটের সঙ্গেই না দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। অথচ টাইগারদের এই জয় যেন অনেকের কাছেই স্বাভাবিক মনে হচ্ছে না। বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় নাকি ‘অঘটন’। সংবাদ সম্মেলনে এক বিদেশি সাংবাদিকের মুখে ‘আপসেট’ শব্দটি শুনে অবাক হলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।

বিশ্বকাপে আরো একটি আপসেটের জন্ম দিল বাংলাদেশ- ওই বিদেশি সাংবাদিকের এমন প্রশ্ন মেনে নেওয়ার কোনো কারণ দেখেননি মাশরাফী। তার পাল্টা প্রশ্ন, “আপনি বোঝাতে চাইছেন, এটা আপসেট ছিল?”

কিছুটা ভড়কে গিয়ে ওই সাংবাদিক জবাবে বলেন, “না, সেটা বোঝাতে চাইছি না। বলতে চাইছি, অতীতে আপনাদের এসব জয়কে আপসেট বলত অনেকে, এখন ধারণা বদলাবে?”

এবার মাশরাফী বলেন, “অবশ্যই, শতভাগ উচিত। তবে ধারনা নির্ভর করে যার যার ওপর। কে কী ভাবছে, সেটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা নিজেদের কাজে মন দিচ্ছি। আমরা যেন সেরাটা দিতে পারি। আমরা জানতাম, বিশ্বকাপে কাজটা কঠিন হবে। তাই নিজেদের পরিকল্পনায় মন দিয়েছি।”

“লোকে যা বলবে, বলতে থাকুক। তাদের যদি আমাদের ভালো না লাগে, অনেক কথাই বলবে। আমাদের সেটা ভাবার প্রয়োজন নেই। নিজেদের কাজ করতে হবে।”

টাইগারদের এমন দাপুটে পারফরম্যান্স যেন মেনে নিতে নারাজ ভারতীয় মিডিয়াও। ম্যাচের ফলটাকে অঘটন হিসেবে উল্লেখ করেছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম। বাংলাদেশের জয়টাকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ‘হিউজ আপসেট’ শিরোপানাম দিয়ে সংবাদ ছাপিয়েছে; ‘বিগ আপসেট’ বলেছে দেশটির ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ফার্স্ট ক্রিকেট।

কলকাতা টুয়েন্টিফোর লিখেছে, উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর এবার বাংলাদেশর মতো খাতায়-কলমে দুর্বল দলের কাছে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা।

অথচ বিশ্বকাপের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয় নয়। এর আগে ২০০৭ বিশ্বকাপেও প্রোটিয়াদের হারিয়েছিল তারা। বিশ্বকাপ আসরে পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডের মতো দলকেও হারানোর অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। তাছাড়া গত কয়েক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দারুণ শক্তিশালী হয়ে উঠেছে দলটি। হারের চেয়ে তাদের জয়ের সংখ্যাই বেশি।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official