27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজণীতি

আগৈলঝাড়ার মহাত্মা ভেগাই হালদারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় শতবর্ষের প্রাচীনতম বিদ্যাপীঠ “ভেগাই হালদার পাবলিক একাডেমী”র প্রতিষ্ঠাতা মহাত্মা ভেগাই হালদারের ১৬৬তম জন্ম ও ৮৬তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের ১ আসনের এমপি মন্ত্রী পদমর্যাদায় ভূষিত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র পৃষ্টপোষকতায় রবিবার সকালে বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, বিশিষ্ট শিক্ষাবিদ ড. নীলকান্ত বেপারী, অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুখবিন্দু সরকার, বিদ্যালয়ের সাবেক সদস্য নিবারণ সরকার, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তালুকদার, প্রভাষক অমিয় লাল চৌধুরী, সাবেক গৈলা ইউপি চেয়ারম্যান গিয়াস খান, সাবেক শিক্ষক তারক চন্দ্র দে, আওয়ামী লীগ নেতা রমনী কান্ত সরকার। যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ভেগাই হালদারের নাতি অবনী হালদার প্রমুখ।

সভায় বক্তরা তাদের বক্তব্যে বলেন, ভেগাই হালদার নির্দিষ্ট কোন ব্যক্তি, জাতি বা গোষ্ঠি নয়। তিনি সার্বজনীন ব্যক্তিত্ব। নির্দ্দিষ্ট কোন জাতি গোষ্ঠির কথা চিন্ত করে তিনি ১শ বছর আগে এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নি। করেছিলেন মানব জাতিকে শিক্ষিত করতে। কিন্তু ব্যক্তি বিশেষ ক্ষনজন্মা ভেগাই হালদারকে বিশেষ জাতি-গোষ্ঠির লোক হিসেবে সমাজে দাঁড় করানোর চেস্টা করে আসছিলেন।

যা ভেগাই হালদারের স্বত্তাকে কিছুটা হলেও ম্লান করেছে। সভায় ক্ষনজন্মা ভেগাই হালদারের ১৬৬তম জন্ম ও ৮৬তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসকে আহ্বায়ক ও প্রধান শিক্ষককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

এসময় দিবসটি যথাযোগ্য মর্যদায় পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ সরকার, ভাইস চেয়ারম্যার মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, সাবেক সদস্য ডা. নিজাম শাহ, বিদ্যালয়ের সাবেক ছাত্র ফয়জুল সেরনিয়াবাতসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসংগত, মহাত্মা ভেগাই হালদার বাংলা ১২৬০ সালের ২১আষাঢ় জন্ম গ্রহণ করেন এবং ১৩৪০ সালের ২১আষাঢ় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। নিজে শিক্ষিত না হয়েও এলাকার লোকজনকে শিক্ষিত করতে তিনি ১৯১৯সালের ২৬ জানুয়ারি আগৈলঝাড়ায় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

যা আজ “ভেগাই হালদার পাবলিক একাডেমী” নামে পরিচিত।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official