নিউজ ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভুত হয়ে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে সুমন পান্ডের কম্পিউটারের দোকান, দেবাশিস সরকারের মিষ্টি দোকান, গোবিন্দ পান্ডের মুদির দোকান, সুধীর ওঝার ঔষধের ফার্মেসী ও পূর্ণ পান্ডের চটপটির দোকান অগ্নিকান্ডে সম্পূর্ন ভস্মিভুত হয়ে যায়।
এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।