29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

আবার সেই আলিম দার বাংলাদেশ-ভারত ম্যাচে

আগামী ২ জুলাই শীর্ষ চারে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আইসিসির চূড়ান্ত সূচি অনুযায়ী সে ম্যাচে টিভি টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সেই বিতর্কিত আলিম দার। ওই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। যাদের বিপক্ষে পূর্বেও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে বিতর্কিত আউট দিয়ে সমালোচনার শীর্ষে এখন পাকিস্তানি আম্পায়ার আলিম দার।

আফগানিস্তানের বিপক্ষে ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে লিটন দাসকে নামানো হয়। শুরুটা ভালোই করেছিলেন লিটন। কিন্তু বাধ সাধে আম্পয়ার। মুজিবুর রহমানে বলে হাশমতুল্লাহ আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন লিটন দাস। সে ক্যাচ নিয়ে মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত জানাতে না পারায় দারস্থ হন টিভি আম্পায়ারের নিকট।

সেদিন টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন আলিম দার। রিপ্লেতে দেখা যায়, বলটি আফ্রিদির হাতে তালুবন্দি হওয়ার আগে মাটি স্পর্শ করেছে। এই ধরনের ‘বেনিফিট অব ডাউট’ সংক্রান্ত সিদ্ধান্ত সবসময় ব্যাটসম্যানদের পক্ষে যায়।

কিন্তু এ ম্যাচে হয়েছে উল্টোটা। সবাই দেখলো বল মাটিতে আর আলিম দার দেখেন সরাসরি হাতে। ফলে তিনি বিতর্কিত আউট দিয়ে দেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে পাকিস্তানি এ আম্পায়ারকে নিয়ে।

শুধু এ ম্যাচে নয় এর আগেও ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে এমন বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। সে ম্যাচে রুবেল হোসেনের বলে মাহমুদল্লাহর হাতে ক্যাচ দিয়েছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ওই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন আলিম দার। বলটিকে তিনি ‘নো বল’ বলে সিদ্ধান্ত দেন।

অথচ বলটি রোহিতের কোমরের নিচেই ছিল। সে ম্যাচে সেঞ্চুরি করেছিল বেঁচে যাওয়া রোহিত। ফলে সে ম্যাচে হেরে যায় টাইগাররা। আলিম দারের ওই সিদ্ধান্ত গোটা বিশ্বজুড়েই তূমুল সমালোচনারও ঝড় তোলে। আইসিসির সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান আ হ ম মোস্তফা কামাল। আজও বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা ওই ম্যাচে হারের কারণ হিসেবে আলিম দারের সেই বিতর্কিত সিদ্ধান্তকেই দায়ী করেন।

আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আইসিসির চূড়ান্ত সূচি অনুযায়ী সে ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পাকিস্তানি এ আম্পায়ার। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা চাইবে না দার আবারো বিতর্কিত সিদ্ধান্ত নিক।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official